বাশারের কসাইখানা
মানব-ইতিহাসে এমন কিছু অধ্যায় রয়েছে, যেগুলো অন্ধকার আর বেদনার প্রতীক। সাইদনায়া কারাগার তেমনই একটি অধ্যায়। সিরিয়ার এই কারাগার শুধু ইট-কাঠের একটি স্থাপনা নয়; এটি বর্বরতার এক মূর্তপ্রতীক, যেখানে মানবতার সর্বনিম্ন সীমা অতিক্রান্ত হয়েছে।
সাইদনায়া শুধু একটি কারাগার নয়, এটি একটি অভিশাপ। এই গ্রন্থ সেই অভিশাপের গল্প। এটি কোনো একক ব্যক্তি বা সম্প্রদায়ের কষ্টের গল্প নয়, বরং এটি বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের এক প্রতীক। এই বইয়ের প্রতিটি পাতা পাঠকের বিবেককে নাড়া দেবে। সাইদনায়া কারাগারের গল্প আমাদের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলোর একটি। এই বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি পাতা মানবিক দায়বদ্ধতার এক অকুণ্ঠ স্মারক।
সাইদনায়া একটি অভিশাপ। এই গ্রন্থ সেই অভিশাপের গল্প। সাইদনায়ার আখ্যান কোনো একক ব্যক্তি বা সম্প্রদায়ের নির্যাতন-কাহিনি নয়, বরং বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের প্রতীক এই কারাগার।
এই বইয়ের প্রতিটি পাতা পাঠকের বিবেককে নাড়া দেবে। অস্থির ও অনুভূতিহীন করে ফেলবে। ছুড়ে মারবে গা-হিম-করা কলজে-কাঁপানো সব নরকদৃশ্যের প্রেক্ষাপটে। সীমাহীন কঠিন অনুভূতিসম্পন্ন ব্যক্তিও এই কারাগারের বিবরণে ভয়ার্ত এক অস্বস্তিতে শীতল হয়ে পড়বে!
সাইদনায়া কারাগারে মানবতার সর্বনিম্ন সীমা অতিক্রান্ত হয়েছে। এর অঙ্গনে এমন কিছু অধ্যায় রচিত হয়, যা মনুষ্যত্বের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতম নির্মমতার মর্মন্তুদ দলিল। সাইদনায়া কারাগার : বাশারের কসাইখানা—গ্রন্থটি সেই নিষ্ঠুরতার এক ভয়ংকর প্রতিচ্ছবি।
বি:দ্র: বাশারের কসাইখানা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.