ইসলাম ও মুসলমানের পরিচয়
হে মহান বাদশা! আমরা ছিলাম মূর্খতা ও বর্বরতায় অভ্যস্ত এক জাতি। আমরা মূর্তি পূজা করতাম, মরা -পচা খেতাম, অশ্লীল ও নির্লজ্জ কাজ করে বেড়াতাম, রক্তের সম্পর্কও বিনষ্ট করতাম, প্রতিবেশীর ক্ষতি করতাম, আমাদের সবলেরা দুর্বলদের গ্রাস করতাম।এসবই ছিলো আমাদের আগের ধর্ম -কর্ম। অনন্তর আল্লাহ আমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন,যার জাত বংশ আমাদের চেনা, যার সততা ও বিশ্বস্ততা সবার জানা, যার চরিত্রের শুদ্ধতা সম্পর্কে আমরা আশ্বস্ত। তিনি আমাদের ডাকলেন আল্লাহর প্রতি -আমরা যেনো আল্লাহকে এক মানি,তাঁর উপাসনা করি,আমরা এবং আমাদের পূর্বপরুষেরা আল্লাহকে ছেড়ে যেসব পাথর ও মূর্তির উপাসনা করতাম তা যেন আমরা ছেড়ে দেই। সাথে সাথে তিনি আমাদেরকে সত্যবাদিতার হুকুম করলেন, আমানত ফিরিয়ে দেওয়া, আত্মীয়তা রক্ষা করা এবং প্রতিবেশীর কল্যাণ কামনার আদেশ দিলেন, নিষিদ্ধ কাজ এবং রক্তপাত থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। বেহায়াপনা ও বেলাল্লাপনা থেকে নিষেধ করলেন, মিথ্যা বলা, এতিম -অসহায়ের মাল লুটে নেওয়া এবং সতী নারীর উপর অপবাদ দেওয়া থেকে বারণ করলেন। আদেশ করলেন, আমরা যেন কেবল এক আল্লাহর ইবাদত করি তার সঙ্গে কাউকে শরিক না করি। আমাদেরকে নামাজ, যাকাত ও রোজা আদায়ের হুকুম করলেন। আমরা তাকে সত্যায়ন করলাম, তাঁর আনীত সকল বিষয়ে আমরা তাঁর অনুসরণ করলাম । তাই আমরা কেবল এক আল্লাহর ইবাদত করি, তাঁর সঙ্গে কাউকে শরিক করি না। তিনি আমাদের উপর যা হারাম করেছেন তাকে আমরা হারাম জানি,যা কিছু হালাল করেছেন তাকে আমরা হালাল মানি।
ইসলাম ও মুসলমানের পরিচয়
বি:দ্র: ইসলাম ও মুসলমানের পরিচয় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.