দ্য হিস্ট্রি অব সিরিয়া
ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, ইতিহাস মানুষকে সমৃদ্ধির পথ দেখায়। আল্লাহ তাআলার স্বাভাবিক রীতিনীতি বোঝা এবং সমৃদ্ধ আগামী বিনির্মাণের প্রধান হাতিয়ার হচ্ছে ইতিহাস জানা। ইতিহাস জানার মাধ্যমে মানব সমাজের শুরু থেকে নিয়ে যাবতীয় ক্ষেত্রে উন্নতি অগ্রগতি লাভ করা যায়। আমরা ইতিহাস জেনে অতীত সম্পর্কে অবগত হয়ে বর্তমানকে বিচার করতে পারি। শিক্ষা নিতে পারি শিক্ষনীয় বিষয়গুলো থেকে । ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় যেকোনো ক্ষেত্রে আমরা আত্মঘাতী সিদ্ধান্ত করে ফেলি, যা আমাদের ভবিষ্যতের জন্য খতরনাক।
এই বইটিতে সিরিয়ার রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন ধারাবাহিক জানতে পারবেন। একটি স্বাধীন দেশে বিদেশী আগ্রাসনের প্রভাব-প্রতিপত্তি
কতটা মজবুত হলে দেশটি বারবার উত্থান পতনের দিকে প্রত্যাবর্তন করতে পারে। ক্ষমতার অপব্যবহার ও জনগণের সদিচ্ছাকে পিছনে ফেলে স্বার্থ রক্ষার লড়াইয়ে মানুষ কতটা লোভী হতে পারে–সিরিয়ার রাজনৈতিক ইতিহাস না পড়লে বিষয়গুলো আপনার বোধগম্য হবে না। ১৯৪৬ সালের শুরু থেকে নিয়ে ২০২৪ এ স্বৈরাচার আসাদ সরকারের পতন পর্যন্ত একটি দেশের রাজনীতির স্বাভাবিক জীবনযাত্রা
উঠে এসেছে বইটিতে।
শুধু তাই নয়, স্বৈরাচার আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনামলে সিরিয়ার মুসলমানদের উপর জুলুম নির্যাতনের রোমহর্ষক উপাখ্যান পেয়ে যাবেন এতে। কীভাবে সাইদনা কারাগারে নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো হতো? স্বৈরাচার আসাদ সরকারের ক্ষমতার অন্ধমোহ নিরপরাধ হাজার হাজার মানুষের জীবন কীভাবে ধ্বংসের মুখে পতিত করেছিল তার সবটুকু জানতে পারবেন, ইন শা আল্লাহ
ধুলোঢাকা স্মৃতির আয়নায় সিরিয়ার রাজনৈতিক ইতিহাস ও মুসলিম নির্যাতনের অবর্ণনীয় ইতিহাস সম্পর্কে জানা সর্বশ্রেনীর পাঠকের জন্যই সমান উপকারী মনে করি।
দ্য হিস্ট্রি অব সিরিয়া
বি:দ্র: দ্য হিস্ট্রি অব সিরিয়া বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.