মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
মানুষের ইহ ও পরকালীন শান্তি, সুখ, সফলতা রয়েছে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা প্রদত্ত এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে। এটা বলা হয়েছে মহাবিশ্বের একমাত্র এবং শুধুমাত্র বিশুদ্ধতম গ্রন্থ, ঐশি কিতাব ও মহান স্রষ্টার বাণী আল-কুরআনে। আর আল-কুরআনকে অধ্যায়ন, পড়া, বুঝা ও হৃদয়ঙ্গম করতে হলেও বিশ্ব নবীর জীবনী পড়তে, জানতে ও মানতে হবে। তাই সর্ব বিবেচনায় বিশ্বনবীর বিশুদ্ধতম জীবন রচিত অধ্যায়ন করা প্রতিটি মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় এবং জরুরি দায়িত্ব্।
আসুন, সকল ভাষাভাষীই, সকল বর্ণের, সকল শ্রেণী, সকল পেশার জন্য গ্রহণীয়, অনুসরণীয় ও অনুকরণীয় জীবনচরিত অধ্যায়ন করি।
মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব
বি:দ্র: মহাবিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.