মুমিনের চারিত্রিক গুণাবলি
চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। পরিবার ও সমাজে সুন্দর পরিবেশ গড়ে তুলতে, উত্তম চরিত্রের ভূমিকা অনন্য। একজন চরিত্রবান মুমিন ব্যক্তি পারেন একটি সমাজ ও পরিবারকে বদলে দিতে। পারেন সমাজকে অন্যায়-অবিচার থেকে মুক্ত করে সত্য ও ন্যায়ের পথে ধাবিত করতে।
কবি বলেন, ‘যুগ জামানা উলটে দিতে চাই না অনেকজন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ।’
চারিত্রিক গুণ দিয়েই নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেরেছেন একটি বর্বর জাতিকে আদর্শ জাতিতে পরিণত করতে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমানের দিক থেকে মুমিনদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ ওই ব্যক্তি, যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী।’ (সুনানে আবু দাউদ: ৪৬৮২)
অর্থাৎ, ইমানের পূর্ণতা চরিত্রের সৌন্দর্যের ওপর নির্ভরশীল। যে যত সুন্দর চরিত্রের অধিকারী হবে, তার ইমান তত বেশি পূর্ণাঙ্গ হবে। চরিত্রের উৎকর্ষ ছাড়া একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। জীবনের সর্বক্ষেত্রে সফল হতে হলে উত্তম চরিত্র ও আদর্শের কোনো বিকল্প নেই।
মুমিনের চারিত্রিক গুণাবলি
বি:দ্র: মুমিনের চারিত্রিক গুণাবলি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.