সিলসিলা ছহীহা ৩য় খন্ড
শিরক ও বিদাতের অন্ধকার থেকে সমাজকে বাচাতে বিশুদ্ধ হাদীছ চর্চার বিকল্প কিছুই নাই। ‘আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকের জীবন গড়ি’ এই দাবী তখনই ফলপ্রসু হবে যখন মানুষের কাছে ছহীহ হাদীছ অনেক সহজলভ্য হবে। সেই লক্ষ্য নিয়েই নাসিরুদ্দিন আলবানী রহ: তার এই যুগশ্রেষ্ঠ গ্রন্থটি লিখেছেন। বলা চলে ইমাম নাছিরুদ্দীন আলবানী p-এর জীবনের সবচেয়ে বড় কৃর্তি সিলসিলা ছহীহা। এই বইয়ে তিনি প্রত্যেকটি হাদীছের বিভিন্ন সনদ উল্লেখপূর্বক তার বিশুদ্ধতা ও দুর্বলতা নিয়ে আলোচনা করেছেন এবং মুহাদ্দিছীনে কেরামের মানহাজের আলোকে হাদীছের বর্ণনাকারীদের সম্পর্কে মন্তব্য করেছেন।
এর মাধ্যমে তাহকীকের ক্ষেত্রে তার সূক্ষ্মদর্শিতার প্রমাণ পাওয়া যায়। সেইসাথে বিভিন্ন স্থানে তিনি হাদীছ থেকে নিঃসৃত মণি-মুক্তাতুল্য মাসআলা ও ফায়েদার কথা উল্লেখ করেছেন। যা তার ফিক্বহী দক্ষতার জাজ্বল্য প্রমাণ।
আমরা বাংলা ভাষা-ভাষী মানুষের নিকট হাদীছে নববীর সেই মণি-মুক্তা উন্মুক্ত করতে চেয়েছি। এক্ষেত্রে আমরা ইমাম আলবানীর সুযোগ্য ছাত্র শায়খ মাশহূর আলে সালমান কর্তৃক সংক্ষিপ্তকৃত নুসখা থেকে ভাষান্তর করেছি। আশা করছি, রাসূল a-এর বিশুদ্ধ হাদীছের এই ভাণ্ডার অবশ্যই প্রতিটি তৃষ্ণার্ত মুমিন হৃদয়ের ইলমী পিপাসা মিটাবে।
সিলসিলা ছহীহা ৩য় খন্ড
বি:দ্র: সিলসিলা ছহীহা ৩য় খন্ড বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.