বন্ধুত্ব ও শত্রুতার সীমারেখা
বন্ধুত্ব ও শত্রুতার সীমারেখা’ শাইখুল ইসলামা আল্লামা তকী উসমানী হাফিযাহুল্লাহর খুতুবাত থেকে সংকলিত চারটি উর্দু বয়ানের বাংলা অনুবাদ। সচেতন পাঠকের সামনে নতুন করে তার পরিচয় তুলে ধরা নিষ্প্রয়োজনই বটে। তবু সাধারণের জ্ঞাতার্থে বলতে হয়,সমকালে তিনি ইসলামী জ্ঞান-বিজ্ঞানের উজ্জ্বলতম নক্ষত্র এবং সমগ্র মুসলিম জাহানের জন্য এক সুবিশাল বটবৃক্ষ। বক্ষ্যমাণ পুস্তকটির প্রথম আলোচনা হচ্ছে ‘বন্ধুত্ব ও শত্রুতার সীমারেখা’। এই পৃথিবীর প্রতিটি মানুষের অতি কাঙ্ক্ষিত শব্দ হচ্ছে,শত্রু বা দুশমন।
বন্ধুত্ব ও শত্রুতার সীমারেখা
বি:দ্র: বন্ধুত্ব ও শত্রুতার সীমারেখা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.