পিতামাতার মর্যাদা
সন্তান ও পিতামাতা-এই চক্রদণ্ড ঘুরতে থাকবে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির পূর্বকাল পর্যন্ত। আজকের তরুণ আগামীকাল হবে জনক, তরুণী হবে জননী। তবে দীর্ঘ এই পথপরিক্রমায় কখনোই হারিয়ে যাবে না তাদের মধ্যকার ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক। মানুষের জন্য বাবা-মার চেয়ে আপন কেউ হতে পারে না। কোনো সন্তানের জন্য পিতামাতার চেয়ে কেউ শ্রদ্ধার পাত্র হতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ যতই ধর্ম ও নৈতিকতাহীন পাশ্চাত্যের মতো যান্ত্রিক জীবনধারী হয়ে উঠছে, ততই সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে ওই পবিত্র বন্ধন। আজ পাশ্চাত্য সভ্যতার অনুকরণপ্রিয়তার প্রভাবে আমাদের সমাজেও গড়ে উঠছে অভিশপ্ত ওল্ডএজ হোম নামক পিতামাতাদের জন্য সাক্ষাৎ জাহান্নাম। ইমাম বুখারির ‘বিররুল ওয়ালিদাইনের’ অনুবাদ এই অসুস্থ মানসিকতার পথে প্রতিবন্ধক গড়ে তোলার ক্ষুদ্র একটি প্রয়াসমাত্র। সংক্ষিপ্ত এই বইটি যদি এ ক্ষেত্রে কিছুটা কার্যকরী ভূমিকা রাখে, সমাজে ফিরিয়ে আনে সন্তান ও জনক-জননীর অমলিন সম্পর্ক, তাহলেই শ্রম সার্থক মনে করব।
পিতামাতার মর্যাদা
বি:দ্র: পিতামাতার মর্যাদা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.