নামাজে কোথায় কী ভুল করি
ঈমানের পরে সবচে’ গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য নির্ণয়কারীরূপে সাব্যস্ত করেছেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য-আমাদের অনেকেই নামাজের প্রতি চরম উদাসীন বিধায় তা দায়সারাভাবে আদায় করে থাকে। এ উদাসীনতার ফলেই নামাজে বিভিন্ন ভুলত্রুটির সৃষ্টি হয়। কিছু ভুল তো এমন, যার দরুন নামাজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আবার কিছু ভুলের কারণে নামাজ সম্পূর্ণ নষ্ট না হলেও ত্রুটিযুক্ত হয়ে পড়ে। এ ত্রুটি সংশোধনে শরিয়ত ‘সিজদা সাহু’র বিধান আরোপ করেছে, যা অনেকেরই অজানা। অধিকন্তু আমাদের সমাজে নামাজের ব্যাপারে বিভিন্ন কুসংস্কার ও ভুলের প্রচলন রয়েছে, যা থেকে বিরত থাকা প্রত্যেক মুসল্লির জন্য অপরিহার্য।
এই বইটি ঠিক এমন সব ভুল নিরসন করবে। ২৬০ এরও অধিক মাসআলার ডালি দিয়ে সাজানো হয়েছে বইটি। অতএব, নামাজের নানা ভুল-ভ্রান্তি থেকে বাঁচতে বইটি কতটা উপকারী ও ফলপ্রসূ, তা বলার অপেক্ষা রাখে না।
নামাজে কোথায় কী ভুল করি
বি:দ্র: নামাজে কোথায় কী ভুল করি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.