আমাদের আকিদাহ
আর বান্দার জন্য কবরের ফিতনাহ (পরীক্ষা) হলো মুনকার-নাকিরের প্রশ্ন। কবরে তাকে তার রব, দ্বীন ও নবি সম্পর্কে প্রশ্ন করা হবে। তখন দৃঢ় বাক্য দ্বারা আল্লাহ ইমানদারদের দৃঢ় রাখবেন।
ও আল্লাহ, ও ইসলাম ও মুসলিমদের অভিভাবক, দৃঢ় বাক্যের মাধ্যমে দুনিয়া-আখিরাতে আমাদের অটল ও অবিচল রাখুন।
আর কাফিররা এসব প্রশ্নের উত্তরে বলবে-হায় হায়, আমি তো জানিনা! মুনাফিক এবং দ্বীন মানার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ লোকদের মুকাল্লিদ (অন্ধানুসারী) বলবে-আমি তো জানি না, মানুষকে যা বলতে শুনেছি আমি তা-ই বলেছি।
বারযাখের জীবন গাইবের বিষয়। মৃতরা ছাড়া অন্য কেউ দেখতে পায় না। দুনিয়ার জীবনে এটি উপলব্ধি করা যায় না। তাই এর ওপর ইমান আনাটাই গাইবের প্রতি বিশ্বাসী ও অবিশ্বাসীকে আলাদা করে দেয়।
আমাদের আকিদাহ
বি:দ্র: আমাদের আকিদাহ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.