আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস
বক্ষ্যমাণ গ্রন্থে সংক্ষিপ্ত অথচ সমৃদ্ধভাবে আলোচিত হয়েছে আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস। জাজিরাতুল আরবে এই দুই ধর্মের যাত্রা কীভাবে শুরু হয়, তারা কতটুকু সফল হয়, কোন গোত্রগুলো তাদের ধর্ম গ্রহণ করে, তাদের প্রধান কেন্দ্রগুলোর অবস্থান, জাহেলি যুগে আরবদের মধ্যে ইহুদি-খ্রিষ্টান ধর্মানুসারী গোত্রগুলোর প্রভাব এবং ইসলাম-পরবর্তী সময়ে তাদের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলির আদ্যোপান্ত-এ গ্রন্থে বিবৃত হয়েছে। ইসলাম আগমনের পূর্বে ও পরে তাদের সামাজিক অবস্থান কেমন ছিল, কুরআনে তাদের সম্পর্কে কী বলা হয়েছে, সেগুলোও আলোচনায় বিধৃত হয়েছে।
যারা নবীজির সিরাত বুঝতে চান, নবীজির দাওয়াতি মিশন ও কার্যপরিধি সম্পর্কে বাস্তব ধারণা পেতে চান, তাদের জন্য গ্রন্থটি অত্যন্ত জরুরি। নবীজির সময় গোটা আরবে, বিশেষত মক্কা ও মদিনায় ইহুদি-খ্রিষ্টানদের প্রভাব কেমন ছিল, ইসলামের আগমন তাদের জন্য কতটা অস্বস্তিকর ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিজ্ঞচিত পন্থায় তাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, কখনো কখনো তাদের প্রতি কেন কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন-এ গ্রন্থটি তা জানার দ্বার খুলে দেবে বলে আমরা বিশ্বাস করি।
বি:দ্র: আরব ভূখণ্ডে ইহুদি ও খ্রিষ্টান জাতির ইতিহাস বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.