প্রতিভাকে অর্থে পরিণত করুন
প্রতিটি রাষ্ট্রেই কিছু না কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে। উদাহরণস্বরূপ নাইজেরিয়া এবং ঘানায় ক্রুড অয়েল, ইংল্যান্ডে প্রচুর পরিমাণ কয়লা, জার্মানিতে ইউরেনিয়াম। প্রত্যেক দেশেই তার নাগরিকদের প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বিভিন্ন সংস্থা ব্যবহার করে থাকে। একইভাবে প্রতিটি মানুষের একটি বিশেষ ক্ষমতা রয়েছে। আপনার সাফল্যের জায়গাটি আপনার সেই প্রতিভা ব্যবহারের উপর নির্ভর করে।
প্রতিটি মানুষেরই প্রতিভা আছে। কেউ এর ব্যবহার করে বড়ো বড়ো পর্যায়ে যেতে পারে, চমৎকার কিছু অর্জন করতে পারে। যারাই প্রতিভার ব্যবহার করে সাফল্য পেয়েছেন বা পাচ্ছেন তারা কেউই ভিনগ্রহের মানুষ নয়। তাই নিজের মধ্যে লুকিয়ে রাখা ক্ষমতার অনুসন্ধান করে যোগ্যতার প্রমাণ রাখুন।
বি:দ্র: প্রতিভাকে অর্থে পরিণত করুন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.