বেরেলভী মতবাদ
প্রতিটি বিদআতী সম্প্রদায়েরই বিভিন্ন কেসসা কাহিনী ও কল্পকথা রয়েছে,যাতে করে তাদের বাতিলটা শক্তিশালী হয় এবং তাদের মিথ্যা আরো জোরদারপূর্ণ হয়,আবার যাতে করে তারা দলীল প্রমাণ বিহীন না থাকে এবং যাতে করে কেউ তাদেরকে দলীল প্রমাণ না থাকার কারণে তিরস্কার করতে না পারে। যখন তারা ইসলামী শরীআতের মূল দুটি উৎস কুরআন ও সুন্নাহতে তাদের কোনো দলীল খুঁজে না পায়,তখন তারা বিভিন্ন কল্পকাহিনী ও মিথ্যা গল্পের আশ্রয় নেয়। এগুলোকে তারা নিশ্চিত দলীল প্রমাণের মতো অগ্রাধিকার দেয়,যাতে করে তাদের জন্য একটি স্তম্ভ দাঁড়িয়ে যায়। কিভাবে এমনটি করা তাদের জন্য সম্ভব হয়। কেননা বাতিল দিয়ে কোনো বাতিল জিনিস শক্তিশালী হয় না,লাঞ্ছিত ব্যক্তি অন্য লাঞ্ছিত ব্যক্তিকে সাহায্য করতে পারে না। আর মিথ্যা শুধু অন্ধকারকেই জমা করে,যাতে এক অন্ধকার আরেক অন্ধকারের ওপর থাকে। আর অন্ধকার শুধু মাকড়শার ঘরই নির্মাণ করতে পারে। আর নিশ্চয় সবচেয়ে দুর্বল বাড়ি হলো মাকড়শার বাড়ি,যদি তারা জানতো। আর তাদের সম্পর্কেই আল্লাহ তা‘আলা বলেছেন,ওরাই তারা,পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয়,যদিও তারা মনে করে যে,তারা সৎকাজই করছে (সূরা আল কাহাফ: ১০৪)।
বেরেলভী মতবাদ
বি:দ্র: বেরেলভী মতবাদ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.