হারাম রিলেশন : সময়ের চোরাবালি
“বিবাহের পূর্বে ছেলে-মেয়ের বন্ধুত্ব ধর্মীয় ও সামাজিক উভয়ভাবে অগ্রহণযোগ্য।”
পশ্চিমা সমাজের প্রতি অবাধ উন্মুক্ততার কারণে যেসব ক্ষতিকর ধারণা আমাদের সমাজে অনুপ্রবেশ করেছে, তন্মধ্যে সর্বোচ্চ হচ্ছে বিবাহপূর্বক রিলেশন বা প্রেম।
এই প্রেম-প্রেম রিলেশন, যা ভবিষ্যৎ-সঙ্গীর নীতিবোধ ও চরিত্র সম্পর্কে জানা ও একে-অপরকে বোঝা ইত্যাদি অজুহাতে গড়ে ওঠে, তা একটা বিরাট ভুল ধারণা। বিবাহপূর্বক সম্পর্ক বিয়ের পরের জীবনে বিশালরকম প্রভাব ফেলে; বিয়ের পর দম্পতি একে অপরের ওইসকল ত্রুটি ও দুর্বলতা পষ্টভাবে দেখতে শুরু করে, যা বিয়ের আগে ‘প্রেমের মোহে’র কারণে তাদের চোখেই পড়ত না। আর এর ফলে, অধিকাংশ এই বিয়েগুলি ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ যে ভিত্তির উপর এই বিয়ে গড়ে ওঠেছিল, সে ভিত্তিই তো ছিল অত্যন্ত দুর্বল ও ধোঁয়াশে।
বি:দ্র: হারাম রিলেশন : সময়ের চোরাবালি বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.