আমার সন্তান আমার আমানত
যখন বাচ্চা কিছুটা বুঝতে শুরু করবে, তখন তাকে আল্লাহর নাম এবং কালিমায়ে শাহাদাত শেখানোর চেষ্টা করবে। অসংলগ্ন কোনো আচরণ তার সামনে করবে না। ভুল কিছু তার থেকে প্রকাশ পেলে সবসময় তাকে সেই ভুল থেকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে। হালাল উপার্জনের পূর্ণাঙ্গ চেষ্টা করবে। বাবা-মা সর্বদা সন্তানের কল্যাণ ও সংশোধনের দুআ করতে থাকবে। তার শিক্ষা-দীক্ষার পরিপূর্ণ যত্ন নিবে। এ বিষয়ে উদাসীনতার কোনো সুযোগ নেই। মায়ের কোলই তার প্রথম শিক্ষাকেন্দ্র। তাই এখানেই তার চরিত্র উন্নয়নের কাজ শুরু করতে হবে।
পরিবার-পরিজনের শিক্ষা-দীক্ষার সবচেয়ে সহজ একটি পদ্ধতি বর্তমানে অনুসরণ করা যায়। অর্থাৎ ঘরে রেডিও, টেলিভিশন রাখার পরিবর্তে দ্বীনি বইসমূহ গুরুত্বের সাথে পাঠদান করা। পরস্পরে বিভিন্ন মাসআলা আলোচনা করা। বিভিন্ন অবস্থা আর সময়ের দুআ শেখানো। দৈনন্দিন নির্ধারিত একটা সময় গুরুত্বের সাথে তিলাওয়াত করা আর তাসবীহ পাঠের ব্যস্ততা বানানো। এভাবেই ঘর-ই একটি পারিবারিক মাদরাসা আর খানকাহের রুপ নিবে। ফলে গৃহবাসি সবাই সঠিক পথে পরিচালিত হবে।
বি:দ্র: আমার সন্তান আমার আমানত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.