নারীসমাজ : ইসলামের আগে ও পরে
ইসলাম নারীদের সম্মান ও মর্যাদার এমন সুউচ্চ আসনে সমাসীন করেছে, যা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। ইসলামপূর্ব আরবসমাজে নারীদের কোন মূল্য ও মূল্যায়ন ছিল না।
নারী মা হোক বা বোন, স্ত্রী হোক বা কন্যা, সবাইকে নিজ নিজ অবস্থান ও মর্যাদা দিয়েছে ইসলাম।
এমনকি নারীদেরকে বিবাহ ছাড়াই নিজের অধীনে রাখা এবং এতিম মেয়েদেরকে মোহরানা ছাড়াই বিবাহ করার প্রথা ছিল। ইসলাম এসে নারীদের উপযুক্ত সম্মান ও ন্যায়সঙ্গত অধিকার প্রদান করে। স্বয়ং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে সর্বোচ্চ দয়া ও ভালোবাসার আচরণ করতেন, যা মুসলিম জাতির জন্য সর্বোত্তম আদর্শ।
ইসলামের আগে ও পরে নারীদের মর্যাদা ও অধিকার সম্পর্কে তুলনামূলক পর্যালোচনা পেশ করেছে বক্ষমান গ্রন্থটি। একইসাথে আলোচিত হয়েছে ইসলামে নারীদের অবস্থান ও অধিকারগুলো। আশা করি, পাঠকগণ অনেক উপকৃত হবেন।
বি:দ্র: নারীসমাজ : ইসলামের আগে ও পরে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.