সন্তানের ঈমান পরিচর্যা
দোলনা থেকে কবর পর্যন্ত পুরো জীবন শরিয়তে ইসলামিয়ার আলোকে পরিচালিত করা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, পুরুষ বা মহিলা সবাই নিজেদের পূর্ণাঙ্গ জীবন পরিচালিত করবে শরিয়তের মানদণ্ডে। আর শরিয়তের আলোকে জীবন পরিচালনার সূচনা শিশুকাল থেকেই শুরু করা সর্বোত্তম! এতেই সর্বত্র দ্বীন পালনের এক অনুপম দৃশ্যের অবতারণা হবে।
তাই আমাদের এ আয়োজন সন্তানের ঈমান পরিচর্যা নিয়ে। বইটিতে শিশুদের জন্ম থেকে নিয়ে তাদের নাম রাখা, আকিকা দেওয়া, নামাজ, রোজা, জাকাত ও শরঈ বিভিন্ন বিষয়ের আলোচনা পূর্ণাঙ্গভাবে ফুটিয়ে তোলবার পাশাপাশি প্রাথমিক আকিদা-বিশ্বাস বিষয়ক সংক্ষিপ্ত বর্ণনার চেষ্টা করা হয়েছে।
আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে, এ বইটি শিশুবিষয়ক বিভিন্ন শরঈ ও আকিদা বিষয়ক জিজ্ঞাসার ক্ষেত্রে অভিভাবকদের জন্য অনেক উপকারী ও সহায়ক হবে।
বি:দ্র: সন্তানের ঈমান পরিচর্যা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.