ও ফাতেমা নিজেকে বাঁচাও
বর্তমান যুগ বস্তুবাদের যুগ। দুনিয়া কামায়ের নেশায় সবাই যে কেবল মাতাল হয়ে আছে তাই নয় বরং এই মাতাল হয়ে থাকাকেই বুদ্ধির দাবী মনে করছে আর দ্বীন ধর্ম বা হালাম-হারামের দোহাই দিয়ে অর্থ কামাই থেকে পিছিয়ে থাকাকেই মনে করছে চরম নির্বুদ্ধিতা। দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতায় যাতে একটুও না পিছিয়ে যায় এই লক্ষ্যে পুরুষের পাশাপাশি নারীকেও নামিয়ে দেওয়া হচ্ছে মাঠে ময়দানে। যেসব নারীরা নামকেওয়াস্তে গৃহিণী বলে পরিচিত তারাও ঘরে বসে কেবল ঘরের কাজ করছে না বরং স্বামী আর সন্তানদের ঠেলে ঠেলে কাজে কর্মে পাঠানোর জন্য দারোগা হয়ে পাহারা দিয়ে চলেছে দিন-রাত। শয়তান তাদের এই ব্যস্ততার মধ্যে নিক্ষেপ করেছে উন্নত আর সুখ-শান্তির জীবন পাওয়ার আশায়। কিন্তু এত হাড়ভাঙা পরিশ্রম করে সত্যিই কি সেই উন্নত আর সুখের জীবন মানুষ পাচ্ছে? সেই হিসাবটা যে কেউ মিলিয়ে দেখতে যায় তার মাথা গুলিয়ে যায়। যে স্ত্রী-সন্তানকে খুশি করার জন্য মানুষ দ্বীন ধর্ম ভুলে দুনিয়া কামাইয়ে ব্যস্ত থাকছে সেই স্ত্রীই ভেগে যাচ্ছে অন্যের হাত ধরে আর সেই সন্তানই বখে যাচ্ছে বা চলে যাচ্ছে মাদকের ছোবলে। যে শান্তির আশায় এত অশান্তি ভোগ করা সেই শান্তিই তাই থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। মহান আল্লাহ বলেন,
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ
وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
শয়তান তোমাদের অভাবের ভয় দেখিয়ে পাপ কাজে উসকে দেয় আর মহান আল্লাহ তোমাদের ক্ষমা ও দয়ার ওয়াদা করেন। তিনি সর্বাধিক প্রশস্ত ও সর্বজ্ঞানী। [বাক্কারা/২৬৮]
দুনিয়ার পিছনে এই দৌড়ঝাঁপ বন্ধ করে তাই আমাদের ঝাপিয়ে পড়তে হবে আখিরাতের জীবনের সুখ-শান্তি কামাই করতে। এরা দুনিয়া কামাইয়ে যেমন নর-নারী উভয়ে ঝাপিয়ে পড়েছে আমাদেরও আখিরাত কামাইয়ে ঝাপিয়ে পড়তে হবে নর-নারী উভয়ে মিলে। স্বামী-স্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করলেই কেবল সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউসে পৌঁছাতে পারবো আমরা। একে অপরকে পিছন থেকে টেনে ধরলে হয়তো দ্বীনের পথ থেকে ছিটকে পড়ে জাহান্নামীই হয়ে যাবে কেউ অথবা কোনো রকমে জান্নাত প্রাপ্তি ঘটবে কিন্তু সুউচ্চ মাকামে পৌঁছানো দুরুহ হয়ে যাবে। তাই পুরুষের পাশাপাশি নারীকেও মাজায় কাপড় বেঁধে দ্বীনী কাজে লেগে যেতে হবে। এই পুস্তকে কেবল এই বিষয়টিকেই স্পষ্ট করতে চেয়েছি। আর আল্লাহই তৌফিকদাতা। যদি এটা পাঠ করে কোনো একটা মা বা বোনের দুনিয়ার প্রীতি দূর হয়ে তার অন্তরে আল্লাহ ভীতি জেগে যায় তবে আমি নিজেকে স্বার্থক মনে করবো।
বি:দ্র: ও ফাতেমা নিজেকে বাঁচাও বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
ইমরান –
মেয়েদের জন্য অসাধারণ একটি বই