মক্কা বিজয়
মক্কা অভিযানের মধ্য দিয়ে মুসলমানগণ তাঁদের আচার আচরণকে আরববাসীর সামনে তুলে ধরেন। এটাই কাফের—মোশরেকদের হৃদয় ও বিবেককে দারুণভাবে আলাড়িত করে। কোনো হুংকার নেই, কোনা তিরস্কার নেই, কোনো হুকুম নেই, কোনো আশ্বাস নেই। তবুও কাফের মোশরেকরা নিরাপদ আশ্রয় ছেড়ে রাস্তায় নামে। অবসন্ন পায়ে হাঁটতে হাঁটতে চলে আসে কাবা প্রাঙ্গনে। নবী (সা.) এর একটি ঘোষণা এবং সমবেত জনতার একটি আওয়াজ ছাড়া আর কিছুই শোনা গেল না। আর এটাতেই তাদের বিশ্বাসে নতুনের ছেঁায়া লাগে। দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আচার আচরণের ধারাটা বদলে যায় পুরোপুরিভাবে। এরমধ্যে দিয়েই যুগ যুগ ধরে চলে আসা নেতৃত্ব ও কর্তৃত্বের আমূল পরির্বতন ঘটে। এভাবেই শিরক মুক্ত হলো মক্কা, প্রতিমা মুক্ত হলো কাবা। মক্কার ঘর—বাড়ি বিষয় সম্পদ মক্কাবাসিদের কাছেই থেকে যায়। আর মুসলিম বাহিনী মক্কাবাসীদের হৃদয়—মন জয়ের অনুভূতি নিয়ে শূণ্য হাতে দেশে ফিরে। কখন কোন ফাঁকে কীভাবে যে মক্কার বুকে যে একটা আমূল পরিবর্তন ঘটে গেলÑ তারই একটি ধারাবাহিক বিবরণ পাওয়া যাবে এ পুস্তকে।
বি:দ্র: মক্কা বিজয় বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.