মুসলিম ইতিহাসে নারী আলেমা
নারী মায়ের জাতি। নারী সংসারের খুঁটি। মা,বোন,মেয়ে কিংবা স্ত্রীরূপে নারীই ধরে রাখে সংসারটাকে। ঘর সামলানোর দায়িত্ব পালন করে সে। সন্তান জন্মদান ও লালনপালনের কষ্টকর কাজটাও সে করে থাকে অম্লান বদনে। এই নারীরাই আবার জ্ঞানের বিভিন্ন শাখাতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ইতিহাস বলে,হাদিস,ফিকহ,আদব,সিরাতসহ সকল বিষয়েই তাদের পদচারণা বেশ ঈর্ষণীয়। সে ইতিহাস আমরা ক’জনই বা জানি! আমাদের এই অজানার পরিমাণ কিছুটা হ্রাস করার উদ্দেশ্য নিয়েই রচিত এই গ্রন্থটি। পাঠক এটি পাঠে অন্য এক দিগন্তের সন্ধান পাবে, ইনশাআল্লাহ।
বি:দ্র: মুসলিম ইতিহাসে নারী আলেমা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.