অভিশপ্ত যারা
দুচোখ যতদূর যায় শুধু চোখে পড়ে আল্লাহর বিপুল নেয়ামত আর নেয়ামত। আমাদের জন্য গোটা পৃথিবীটা নেয়ামতে পরিপূর্ণ করেছেন । গাছে গাছে হরেক রকম ফুল,সুস্বাদু মুখরোচক ফল,পাখির কন্ঠে সুমধুর গান,নদী ভরা জল,পুকুর ও দীঘি ভর্তি নানান প্রজাতির মাছ,খেত ভর্তি সবুজ শ্যামল ফসল,ক্লান্ত পরিশ্রান্ত দেহটা শীতল করার জন্য দখিনা হাওয়া। আল্লাহর অজস্র নেয়ামতের কথা লেখে শেষ করা যাবে না। আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত,তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের কাছে পাঠিয়ে আমাদের হেদায়াতের উপর পরিচালিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটাই আমাদের চিন্তায় বিভোর ছিলেন। কীভাবে আমরা ওৎপেতে থাকা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পরম প্রশান্তির স্থান জান্নাতে যেতে পারি এটাই ছিল তাঁর ঐকান্তিক অভিলাষ। তিনি আমাদের জন্য কত কষ্ট যাতনা সহ্য করেছেন ! নিজের জন্য কখনো কারো থেকে প্রতিশোধ নেননি। আমরা এমন কী অপরাধ করে ফেলেছি,যার দরুন আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর ‘অভিশপ্ত ‘করেছেন জানতে আজ বড্ড ইচ্ছে করছে। জানতে পারলেই তো ওই অপরাধ থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপর অভিশপ্ত করেছেন বক্ষমাণ বইটি এ বিষয়কে কেন্দ্র করেই লেখা।
বি:দ্র: অভিশপ্ত যারা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.