আকীদা বিষয়ক একশ হাদীস
আকীদা বিষয়ক একশ হাদীস এটি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী,যিনি আল্লাহর নবী। তাঁর কথা আপনার জন্য দীন। ‘আর তিনি মনগড়া কথা বলেন না,তিনি যা বলেন তা তো কেবল ওহী,যা তাঁর প্রতি ওহীরূপে প্রেরিত হয়।’ কেন আমরা এ মর্যাদাময় সুন্নাতকে উপলব্দি করি না,যা আমাদের জন্য হিদায়াত ও নাজাত? সকল হাদীস-ই ইবাদত। হাদীসের ওপর আমলকারী অতিরিক্ত সাওয়াব লাভ করবে,তার মর্যাদা বুলন্দ হবে এবং অন্যদের ওপর সে শ্রেষ্ঠত্ব লাভ করবে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বাণী আল্লাহ তা‘আলার বাণীর পর সর্বোত্তম বাণী। মহা বিপদসমূহের মধ্যে একটি বিরাট বিপদ হলো সুন্নাহ থেকে বিমুখ হওয়া। অতএব,হে প্রিয় ভাই! এ ছোট কিতাবে উল্লেখিত প্রিয় নবীর সুন্নাতকে আপনি গ্রহণ করুন,যেগুলোর বেশির ভাগই আকীদা সংক্রান্ত ও উপকারী। আপনি ও আপনার অধীনস্থরা এগুলো মুখস্থ করতে দ্রুত এগিয়ে আসুন। আশা করা যায়,এভাবে আপনার মাধ্যমে সুন্নাহর প্রসার ঘটবে। আপনি সাওয়াব ও প্রতিদান থেকে বঞ্চিত হবেন না। কুরআন ও সুন্নাহ বুঝার ক্ষেত্রে আপনি আল্লাহর তাওফীকপ্রাপ্ত হবেন।
বি:দ্র: আকীদা বিষয়ক একশ হাদীস বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.