স্বামী-স্ত্রীর উপহার
স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু শাসক শাসিতের নয়- প্রেমিক এবং প্রিয়জনের স্বামী-স্ত্রীর মাঝে শুধু শাসক এবং শাসিত হওয়ার সম্পর্কই নয়; বরং দু’টি সম্পর্ক রয়েছে। একটি শাসনের সম্পর্ক, দ্বিতীয়টি প্রীতের সম্পর্ক। উভয় সম্পর্কের হকসমূহ আদায় করাই জরুরি। যদি কখনো প্রয়োজন হয়, ভয়ও দেখাবে, ধমকও দেবে। তাতে কোনো অসুবিধা নেই । শাস- ককে শাসক হয়ে থাকতে হবে এবং শাসিতকে শাসিত হয়ে থাকতে হবে । কিন্তু সীমার ভেতরে থাকতে হবে এবং অত্যাচারে লিপ্ত হওয়া যাবে না। যেমনভাবে শাসিতের দায়িত্বে শাসকের হকসমূহ রয়েছে। তদ্রূপ শাসকের দায়িত্বেও শাসিতের (প্রজার) হকসমূহ রয়েছে। এ দায়িত্বগুলো সামনে রেখে আচার-ব্যবহার করতে হবে।
সর্বাবস্থায় সবকিছুরই সীমা রয়েছে। নারীদেরকে অক্ষম ও দুর্বল মনে করে অত্যাচারী হওয়া যাবে না। শাসনের সম্পর্ক ও প্রীতের সম্পর্ক উভয়ের হকসমূহ আদায় করা অত্যাবশ্যক। ২৯
বি:দ্র: স্বামী-স্ত্রীর উপহার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.