তুমিও হতে পারো সাহাবির মতো
জীবনটা হলো কিছু ঘূর্ণায়মান গল্পের সমষ্টি। জন্মে,প্রজন্মে মূল গল্পগুলো একই থাকে,কেবল পালটে যায় চরিত্রগুলো। সাকি যেই পানপাত্র থেকে আজ পান করেছে,আগামীকাল অন্য কেউ সেখান থেকেই পান করবে। আজ যে ঘটনাটা ঘটেছে,অবশ্যই অতীতেও এমন কোনো ঘটনা ঘটেছিল। এখন যেই পরিস্থিতিটাকে আমরা নতুন মনে করছি,অবশ্যই পূর্বেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অতীত নিয়ে যার জানাশোনা থাকে,বর্তমান ও ভবিষ্যতের মুখোমুখি হতে তার কোনো দ্বিধা কাজ করে না। অতীত ও অতীতের মানুষগুলো হলেন ছায়ার মতো,যে ছায়া আমাদের নিয়ে যায় তাদের শেষ ঠিকানায় : ভালো ভালোর পথে,খারাপ খারাপের জগতে। এই সূত্র ধরেই আহমাদ শারকাবি তার বইয়ের পাতায় পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম কিছু মানুষের জীবনের টুকরো গল্প তুলে ধরেছেন। আর তার সুতায় গেঁথেছেন হৃদয়ঘনিষ্ঠ উপদেশের মুক্তামালা। গল্পের নিপুণ বর্ণনা,জাদুময় গদ্য আর হৃদয়স্পর্শী আবেদন শেষমেশ বইটিকে রূপ দিয়েছে এক মহাকাব্যের। যে মহাকাব্য আত্মপরিচয়ের,আত্ম-উপদেশের,নিজেকে নতুন করে গড়ার।
বি:দ্র: তুমিও হতে পারো সাহাবির মতো বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.