আকাশ ছোঁয়ার কাল
এক আকাশ স্বপ্ন বুকে নিয়ে ভার্সিটিতে পা রাখলো ইমরান। চোখে তার আকাশ ছোঁয়ার কল্পনা, হৃদয়ে বিশ্বজয়ের জল্পনা। প্রাচ্যের অক্সফোর্ডে পা রেখে তার পরিচয় হল রাফির সঙ্গে। তারপর দেখা গেলো, ইমরান শুধু একা নয়; নাজমুল, সাগর, রাসেল, সোহেল—সবাই যেন এক দেহ, এক প্রাণ। কিন্তু, দিনেদিনে বহু স্বার্থান্বেষীর সঙ্গে তরুণদের দেখা হলো পথে; তারপর তাদের সেই স্বপ্নপূরণের চেষ্টা নানান অভূতপূর্ব ঘটনায় মোড় নেয় ভিন্নদিকে, যে কণ্টকাকীর্ণ ভবিষ্যতের কথা তারা কেউই হয়তো কল্পনা করেনি।
গণরুমে ছারপোকায় ভরা বেডে শুয়ে শুয়ে ফার্স্ট ইয়ারের সেই তরুণ তাজা প্রাণেদের স্বপ্ন কি আকাশ ছুঁয়েছিলো? নাকি ব্যর্থতার কাঁটাতারে আটকে হয়েছিলো তার অকালপ্রয়াণ? চলুন, আমাদের এই নগরীতে আঠারো বছর বয়সের স্পর্ধা আর মাথা তুলবার ঝুঁকির দিনলিপিতে ডুব দেই।
বি:দ্র: আকাশ ছোঁয়ার কাল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.