বঙ্গবিজেতা বখতিয়ার
বাংলার মুসলিম শাসনের ইতিহাসের সূচনা হয় প্রবল আত্মবিশ্বাসী একজন যুবকের নাম উচ্চারণের মধ্য দিয়ে। তিনি পৃথিবীবিখ্যাত বিজয়ী জাতি তুর্কি বংশোদ্ভূত বখতিয়ার খলজি। ইতিহাস যাকে প্রতিষ্ঠিত করেছে প্রাথমিক জীবনের ছন্নছাড়া এক যুবক হিসেবে। বর্তমান আফগান থেকে তিনি শুরু করেন স্বপ্নের যাত্রা। সুলতান মুহাম্মাদ ঘুরির দরবারে চাকরিতে প্রত্যাখ্যাত হয়ে ছুটে আসেন দিল্লির শাসক কুতুব আইবেকের নিকট। এখানেও প্রত্যাখ্যাত হন। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও দমে যাননি। জীবনযুদ্ধে লড়াই অব্যাহত রেখে একটা পর্যায়ে এসে সফলতা অর্জন করেন। সাধারণ সেনার চাকরিজীবন থেকে ক্রমান্বয়ে বিশাল এক অঞ্চলের শাসকে পরিণত হন। অধিকার করেন বিহার ও বিস্তৃত বাংলাভূমি। তারপরও অভিযানযাত্রা অব্যাহত রেখে এগিয়ে যান তিব্বতের দিকে।
বি:দ্র: বঙ্গবিজেতা বখতিয়ার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.