মুমিনের পরকাল ভাবনা
আমরা যারা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, অবশ্যই বিশ্বাস রাখি পরকাল জীবন সম্পর্কে। কিন্তু পরকালের ভাবনা আমাদের মনে সব সময় সজাগ থাকে না। জান্নাত, জাহান্নাম, হিসাব-নিকাশ সবকিছুকেই আমরা বিশ্বাস করি, তাইতো আমরা মুসলমান। কিন্তু পরকালের এই বিশ্বাস আমাদের অন্তরে সজাগ থাকে না বলেই আমরা করি যাবতীয় গুনাহ। বর্জন করতে থাকি, ইসলামের বিধানগুলো। ছেড়ে দিতে থাকি ইসলামের নির্দেশনাগুলো। একজন মুসলিমকে ইসলামের বিধি-বিধানগুলোতে অভ্যস্ত এবং অবিচল রাখতে সর্বাধিক কার্যকর, পরকালের চিন্তা তার মনে জাগ্রত রাখা। এক মুহুর্তের জন্যও আমাদের অন্তর থেকে যদি পরকালের চিন্তা হারিয়ে যায়, তাহলে আমরা ইসলামের বিধান থেকে ছিটকে পড়ি। সাঈদ ইবনু জুবাইর, রবি ইবনু আবি রাশেদ রহিমাহুল্লাহুম সহ অনেক সালাফ (পূর্ববর্তী বুযুর্গ) বলেছেন, ‘মৃত্যুর চিন্তা যদি আমাদের অন্তর থেকে এক মুহুর্তের জন্যও বিচ্ছিন্ন হয়, তাহলে আমাদের অন্তরগুলো নষ্ট হয়ে যায়’। নিজেদের অন্তরে পরকালের চিন্তা সদা জাগ্রত রাখতে এবং আখিরাতের বিশ্বাসটা শাণিত করতে আমাদের জন্য এই বই।
বি:দ্র: মুমিনের পরকাল ভাবনা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.