কচি কাঁচাদের ছড়া পড়া ধরা
ছড়াকার ও কবি কাজী নূরুল ইসলাম, পিতা কাজী জয়নাল আবেদীন, মাতা- মোসাঃ খূর্শেদা খানম কিশোরগঞ্জের হাওর অঞ্চলের নিকলী উপজেলাধীন ছাতিরচর গ্রামের অধিবাসী। জন্ম ৫ই মে ১৯৪৫ইং। ১৯৭২ সালে ময়মনসিংহের আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হোন। ১৯৭৪ সালে ছাতিরচর জুনিয়ার হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে বিনাবেতনে তার শিক্ষকতার জীবন শুরু হয়। ছাত্র জীবনে থেকেই লেখালেখির প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তিনি শিশুশিক্ষার জন্য একজন নিবেদিত প্রাণ। তার নিজ গ্রাম ছাতিরচর সহ কিশোরগঞ্জের আরও কয়েকটি অঞ্চলের শিক্ষার্থীগণ তার শিক্ষার আলোয় আলোকিত।
বি:দ্র: কচি কাঁচাদের ছড়া পড়া ধরা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.