আমি তো নামাজ পড়তে চাই কিন্তু…
আমরা অনেক ক্ষেত্রে অনেক ভাইকে নামায না পড়ার কারণ জিজ্ঞাসা করলে বলতে শুনিঃ নামায তো পড়তে চাই কিন্তু ..অলসতার কারণে পড়িনা..সময় পাই না..সূরা জানি না..দোআ জানি না..আরবী পড়তে পারি না..হয়তবা কেউ মুখে না বললেও মনে মনে বলে, নামায পড়া জরুরী মনে করি না.. ইত্যাদি। নামায না পড়ার এসব ঠুনকো অজুহাতের সহজ সমাধানার্থে এবং সমাজের সকল শ্রেণীর মুসলিম/মুসলিমা ভাই—বোনদের নামাযের প্রতি উদ্বুদ্ধ করতে এই পুস্তকটি সংক্ষেপে লেখা হল। যদিও বাজারে, বাজারী বই—পুস্তকের ছড়াছড়ি কিন্তু সরাসরি কুরআন ও সহীহ হাদীস হতে সংকলিত পবিত্রতা, অযু এবং নামাযের বিধিবিধান সম্পর্কীও বই পুস্তকের যথেষ্ট অভাব এখনও লক্ষ্য করা যায়। আশা করি এ শুন্যতা পূরণে বইটি বিশেষ ভূমিকা রাখবে। আল্লাহ তুমি কবূল কর! আমীন!
বি:দ্র: আমি তো নামাজ পড়তে চাই কিন্তু… বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.