জান্নাতীদের বৈশিষ্ট্য ও পুরস্কার
কুরআনুল কারীম মানবজাতির একমাত্র হেদায়েত গ্রন্থ। এ গ্রন্থ হতে মানুষ হেদায়েতের পাথেয় সংগ্রহ করে থাকে। মানুষের স্থায়ী ও আসল আবাসস্থল হচ্ছে জান্নাত। জান্নাতে যেতে হলে যে সমস্ত গুণ বা বৈশিষ্ট্য অর্জন করা আবশ্যক সে সমস্ত গুণ বা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হয়েছে এ ছোট্ট বইটিতে।
কুরআনের সকল হুকুম-আহকাম মেনে চলার মধ্যেই নিহিত রয়েছে জান্নাতের নিশ্চয়তা। কিন্তু এ গ্রন্থে কুরআনের সকল হুকুম-আহকাম আলোচনা করা সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামীন যে সমস্ত মৌলিক বৈশিষ্ট্য অর্জন করলে সরাসরি জান্নাতের ঘোষণা দিয়েছেন সে সমস্ত মৌলিক বৈশিষ্ট্য সম্পর্কে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে।
বি:দ্র: জান্নাতীদের বৈশিষ্ট্য ও পুরস্কার বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.