আহকামে মাইয়েত (মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান)
কারও মৃত্যুর পর তার আপনজন ও অন্যান্যদের করণীয় ও বর্জনীয় বিষয়াবলি জানা, মৃতকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাযার নামায, দাফন, দাফনের পর করণীয় ও বর্জনীয় ইত্যাদি বিষয়াদি সম্পর্কে ইসলামী শরীয়তের জ্ঞান লাভ করা ও তদোনুযায়ী আমল ও কাজ করা প্রত্যেক সচেতন মুমিন-মুসলমানের জন্য একান্ত জরুরি। যেন স্বীয় রব ও মাওলা পাকের সাথে তার মিলন স্বয়ং মাওলা পাকের বিধান ও পছন্দ অনুযায়ী সম্পন্ন হয় এবং মৃত ব্যক্তিরও উপকার হয়।
বড়ই দুঃখজনক যে, আল্লাহ তাআলার বান্দা হয়েও আমরা অনেকে আল্লাহ তাআলার পছন্দনীয় ইসলামী শরীয়তের বিধি-বিধান ছেড়ে আঞ্চলিক ও সামাজিক রীতি-রেওয়াজের অনুগামী হয়ে পড়েছি। এভাবে একদিকে মৃত ব্যক্তির সাথেও সুন্নতের বরখেলাপ আচরণ করছি, অপরদিকে নিজেরাও গোনাহগার হচ্ছি। সুুতরাং মুমূর্ষ ব্যক্তির সাথে কিরূপ আচরণ করতে হবে, তার মৃত্যুর পর তার সাথে কী করণীয়, কীভাবে তাকে গোসল, কাফন, জানাযা, দাফন ইত্যাদি দিতে হবে এবং দাফন পরবর্তী সময়ে মৃতের পরিবার-পরিজন ও অন্যান্যদের কী করণীয় রয়েছে? ইত্যাদি বিষয়ে অত্র পুস্তিকায় সংক্ষিপ্তাকারে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছে।
বি:দ্র: আহকামে মাইয়েত (মৃতব্যক্তি সম্পর্কিত বিধিবিধান) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.