মক্কা : পবিত্র নগরীর রাজনৈতিক ইতিহাস
ইসলামের পবিত্রতম স্থান মক্কার রাজনৈতিক ইতিহাস নিয়ে অসাধারণ একটি বই। ইসলাম ধর্মের যাত্রা শুরু থেকে মক্কা নগরীতে সময়ের পরিক্রমায় যেসব পরিবর্তন হয়েছে, সেগুলোই এ বইয়ের বিষয়বস্তু। বাংলা ভাষায় এ ধরনের বই সম্ভবত আর একটিও নেই। লেখক অত্যন্ত পরিশ্রম করে বইটি লিখেছেন। বড় ধরনের একটি অভাব লেখক পূরণ করেছেন।
মক্কার ইতিহাস কেবল ইসলামকে জানার জন্যই গুরুত্বপূর্ণ নয়। দুনিয়াকে জানার জন্যও মক্কাকে জানা প্রয়োজন। ধর্মীয় ইতিহাসের পাশাপাশি মক্কার রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিবর্তনও খুবই প্রয়োজনীয় বিষয়।
লেখক মক্কার অর্থ ও তাৎপর্য খুবই গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। একেবারে ঊষর উপত্যকা থেকে মক্কা কিভাবে বিশ্ব ইতিহাসের একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হলো, তার ধারাবাহিক বর্ণনা করেছেন লেখক। তিনি মক্কার বিভিন্ন বিদ্রোহ, পরিবর্তন, রূপান্তর বেশ সাবলীল ভাষায় তুলে ধরেছেন। জেদ্দায় মক্কা নিয়ে গবেষণা করার তিনি সহজেই এমন সব তথ্য সংগ্রহ করতে পেরেছেন, যা অন্যদের পক্ষে বেশ কঠিন। আবার তিনি হজ করেছেন বেশ কয়েকবার। মক্কা ও হারাম শরিফে দীর্ঘ সময় কাটিয়েছেন। ফলে হজের সার্বিক ব্যবস্থাপনার পাশাপাশি মক্কা নগরী সম্পর্কেও প্রত্যক্ষ জ্ঞান লাভ করেছেন। বইটি রচনায় এসব তথ্য বেশ ফলপ্রসূ হয়েছে।
বি:দ্র: মক্কা : পবিত্র নগরীর রাজনৈতিক ইতিহাস বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.