আমরা কেন মুসলমান
আমাদের মনের খুব সাধারণ একটি প্রশ্ন, আমরা কেন মুসলমান? এতকিছুর ভিড়ে ইসলামের জন্যই কেন আমাদের প্রাণ উজাড়? বস্তুত দুটি প্রশ্নের উত্তর স্পষ্ট না থাকলে কোনো কাজই শেকড়পুষ্ট হয় না—কেন ও কীভাবে। কীভাবে মুসলমান, তার উত্তর একাডেমিক; যেমন, আকিদা, ফিকহ ও প্রায়োগিক অন্যান্য বিষয় জানাবোঝার মাধ্যমে তার উত্তর মিলবে। আর কেন মুসলমান, তার উত্তর একাডেমিকভাবে বোঝার পাশাপাশি মনের মণিকোঠা উন্মুক্ত হওয়া প্রয়োজন। আর এ কাজটি হয় আবেগ তৈরির মাধ্যমে, উপদেশের মাধ্যমে, পরিবেশ সৃষ্টির মাধ্যমে।
এ জন্যই আল্লাহ কুরআনকে সহজ করেছেন, যেন কুরআনের গবেষণাধর্মী অলৌকিকত্ব সকলে বুঝুক আর না বুঝুক, কিন্তু পড়লে, শুনলে সকলের মনই কেঁদে উঠে ঐশী মায়ায়, যেন মনে হয় এর পেছনে তো আমার প্রতিপালকের নাটাইয়ের সুতো বাঁধা! তদ্রূপ নবুয়তের আগেপরে নবিজীবনকেও রূপ দেওয়া হয়েছে বিশ্বাসের, দয়ামায়ার, পবিত্রতার ও ভালোবাসার করে, যেন মুহাম্মাদের নামেই তার কথার প্রতি বিশ্বাসের মন তৈরি হয়ে যায়। ইসলাম ধর্মটিকেও তার কেয়ামতব্যাপী সূক্ষ্ম-জটিল নীতিনির্ধারণীর আগে তার যৌক্তিকতা, মায়া-মহব্বত ও ইনসাফময় চিত্রের প্রদর্শনীতে জ্ঞানী-অজ্ঞানী সকলের কাছে মহীয়ান করা হয়েছে।
আমরা কেন মুসলমান বইটিতেও লেখক সেই সরল মনের প্রশ্নোত্তরগুলোকে গল্পের ভঙ্গিতে তুলে ধরতে চেষ্টা করেছেন। যুক্তি ও প্রমাণের আলোকে তুলে ধরেছেন সকলকিছু, তবে সাধারণ বৈঠকের শিশুমনের চিন্তার উপযোগী করে।
বি:দ্র: আমরা কেন মুসলমান বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.