সময়ের হেফাযত, জীবনের হেফাযত
জীবন সম্পর্কে আমাদের আচরণ অবহেলাপূর্ণ। মৃত্যু ও সময় সম্পর্কে আমাদের উদাসীনতা অমার্জনীয়। সালাফগণ এতো এতো আমল করতেন যে, সেই তুলনায় আমরা প্রায় কিছুই করি না। এর কারণ কী আসলে? তাদের ও আমাদের মধ্যে ব্যবধানটা কোথায়? কিংবা জীবনের কোন বয়সটি আমাদের কিভাবে কাটানো উচিৎ? সেভাবে কি কাটাচ্ছি? সময়গুলোকে যেভাবে আখিরাতের জন্য সঞ্চয় বানানো উচিৎ, তা কি হচ্ছে?
সময় ও জীবন ঘনিষ্ঠ এমন বহু প্রশ্নের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপই হয়তো নেই। বিখ্যাত বাগ্মী ইমাম ইবনুল জাওযী রাহ. তার ‘সময়ের হেফাযত, জীবনের হেফাযত’ গ্রন্থে আমাদেরকে তা-ই বোঝাতে চেয়েছেন চোখে আঙুল দিয়ে দিয়ে। কুরআন ও হাদীসের আলোকে জানিয়েছেন, কীভাবে হতে পারে সময় ও জীবনের সর্বোৎকৃষ্ট ব্যবহার।
বি:দ্র: সময়ের হেফাযত, জীবনের হেফাযত বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.