দুআ ও যিকির বিশ্বকোষ (২ খণ্ড)
গহীন অরণ্যে পথ চলতে গেলে হিংস্র পশুর থাবা থেকে বাঁচতে হলে যেমন ধারালো কার্যকরী কোনো অস্ত্রের প্রয়োজন, একজন মুমিনের জীবনেও তেমনি জিন্দেগীর পথ চলতে দুআকে সঙ্গে রাখার প্রয়োজন। তাই দুআকে বলা হয় মুমিনের হাতিয়ার।
শুধু বিপদাপদ নয়, জীবনের যত পেরেশানী, দুশ্চিন্তা, অভাব ও অপূর্ণতা সকল কিছুর সহজ সমাধান হচ্ছে দুআ। একজন মুমিনের প্রতিদিন সকালে ঘুম ছেড়ে ওঠা হতে শুরু করে রাতে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত পুরো দিনটি যদি দুআর সঙ্গে অতিবাহিত হয় তাহলে তার জীবন ভরে উঠবে বারাকাতের প্রাচুর্যে। গায়েবী নিরাপত্তার চাদরে সে সর্বক্ষণ ঢাকা থাকবে। সকল প্রয়োজন তার অজান্তেই পূরণ হতে থাকবে একে একে। পার্থিব বিচারে অবিশ্বাস্যভাবে ধরা দেবে পদে পদে সাফল্য। কখনো যদি কোনো দুআর ফল তাৎক্ষণিকভাবে দেখা না-ও যায়, তবুও তার ‘বিনিময়’ সে
অন্যভাবে পেয়েই যাবে। দুআ হচ্ছে সেই লক্ষ্যভেদী তীর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা অসংখ্য দুআ শিখিয়েছেন। হাদীসের পাতায় পাতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও ধরে ধরে আমাদের শিখিয়েছেন, মুমিন কী চাইবে, কীভাবে চাইবে, কোন অবস্থায় চাইবে ইত্যাদি। কুরআন ও হাদীসের এ সকল দুআ শ্রেষ্ঠ দুআ। ব্যাপক অর্থবোধক ও আবেদনময় দুআ। এ সকল দুআর
কোনো বিকল্প নেই। সাহাবা-তাবেয়ি থেকে যুগে যুগে সকল মুমিনের নিত্যপাঠ্য ছিল এই দুআগুলো। তাই বিভিন্ন যুগের ইমামগণ স্বীয় যুগের মুসলিমদের জন্য কুরআন-হাদীস থেকে এসকল দুআকে একত্রিত করে দুআর সংকলন করেছেন। সেই ধারাবাহিকতায় ‘দুআ ও যিকির বিশ্বকোষ’ বাঙলা ভাষাভাষী মুসলিমদের জন্য এক অনন্য উপহার। এক মলাটে কুরআন ও হাদীসের প্রায় সকল দুআ সংকলিত হয়েছে এই বিশ্বকোষে। সেই সাথে আরবী হরফ চেনে এমন পাঠকও যেন প্রতিটি দুআ পড়তে পারে সেজন্য দীর্ঘদিনের পরিশ্রমে একে দেওয়া হয়েছে সহজ-সুন্দর বিন্যাস।
বি:দ্র: দুআ ও যিকির বিশ্বকোষ (২ খণ্ড) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.