পঁচাত্তর থেকে শাপলা
লেখকের কথা:
অনেকে এই বইয়ের আলোচিত বিষয় সম্বন্ধে জানতে আগ্রহ পোষণ করছেন।
আসলে এই বইয়ের প্রায় সবটুকু রাজনৈতিক আলাপ সমৃদ্ধ হলেও প্রচলিত অর্থে রাজনৈতিক ইতিহাস বলতে যা বোঝায় তেমন নয়। এর এক বড় অংশ রাজনৈতিক আদর্শ, নীতি ও নৈতিকতা-বিষয়ক। তবে এই বইয়ের বড় বৈশিষ্ট্য রাজনৈতিক দলগুলোর চরিত্র অন্বেষণ এবং রাজনৈতিক দলগুলোর দ্বারা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা ও আকুতির প্রস্ফুটন ও মূল্যায়ন হচ্ছে কি না তা নির্ণয়করণ।
মূলত এই বইয়ে গত ৫০ বছরে এদেশে রাজনীতি চর্চা ও রাজনীতির ধারা কতভাবে ও কীভাবে প্রবাহিত ও পরিপালিত হয়েছে তার মূল্যায়ন ও চিত্রায়ণ করা হয়েছে। বিশেষত ইসলামি ধারার আন্দোলন ও রাজনীতির যথার্থতা ও সাফল্য-ব্যর্থতা বিষয়ে সবিস্তারে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে।
রাষ্ট্র, সংবিধান, সরকার, নাগরিক আকাঙ্ক্ষা, মূল্যবোধ ও বিশ্বাস—এই বইয়ের মৌল বিষয়।
তাই আশা করি, এই বই বর্তমান সময়ের গণআকাঙ্ক্ষা, রাজনীতি ও রাষ্ট্রনীতির ছবিগুলো আপনার চোখের সামনে স্বচ্ছ আরশির মতো প্রদর্শন করবে।
বিশ্বাস করি, এই বই আপনাকে ইতিহাসজ্ঞানে ঋদ্ধ করবে; উপরন্তু সচেতনতার সাথে নাগরিক দায়িত্ব-কর্তব্য পালনে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।
বি:দ্র: পঁচাত্তর থেকে শাপলা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.