সহজ কালয়ূবী (আরবী-বাংলা)
আরবি ভাষার গুরুত্ব
আরবি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। আর আরবি ভাষার শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সবচেয়ে বড় প্রমাণ হল, আল্লাহ তা’আলা তাঁর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র কুরআন নাজিল করার জন্য ভাষা হিসাবে আরবি ভাষাকে নির্বাচন করেছেন। আল্লাহ তা’আলা বলেন
إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. [يوسف: 2] “আমি এ গ্রন্থকে আরবি কুরআনরূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পর।” -[সূরা ইউসুফ : ২] ইবনুল আসীর লিখেন
أنزل أشرف الكتاب بأشرف اللغات على أشرف الرسول بسفارة أشرف الملائكة وكان ذلك في أشرف بقاع الأرض، وابتداء نزوله في أشرف شهور
السنة وهو رمضان، فكمل من كل الوجوه.
সর্বাপেক্ষা সম্মানিত গ্রন্থ সর্বাধিক মর্যাদাপূর্ণ ভাষায়, সর্বশ্রেষ্ঠ রাসূলের নিকট সর্বাধিক মর্যাদাবান ফেরেশতার দূতালির মাধ্যমে নাজিল করা হয়েছে। তাও আবার হয়েছে ভূপৃষ্ঠের সর্বাধিক মর্যাদাপূর্ণ ভূখণ্ডে। আর সেই গ্রন্থের অবতরণের সূচনা হয়েছে বছরের সর্বাধিক মর্যাদাপূর্ণ মাস তথা রমজান মাসে। সুতরাং সর্বদিক থেকে পূর্ণতা হাসিল হয়েছে।
হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন أحبوا العرب لثلاث لأني غربي والقرآن عربي، وكلام أهل الجنة عربي.
তোমরা তিনটি কারণে আরবদের ভালবাস। কেননা, আমি আরবি ভাষাভাষি, কুরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং জান্নাতীদের ভাষা হবে আরবি।
হযরত ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, من يحسن أن يتكلم بالعربية فلا يتكلم بالعجمية فإنه يورث النفاق.
যে ব্যক্তি সুন্দরভাবে আরবি ভাষায় কথা বলতে পারে সে যেন অনারবি ভাষায় কথা না বলে । কেননা, তা নিফাক সৃষ্টি করে। -[সিলাফী]
বি:দ্র: সহজ কালয়ূবী (আরবী-বাংলা) বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.