টাইম মেশিন
টাইম ট্রাভেলার করেছেন অত্যাশ্চর্য এক আবিষ্কারÑএমন এক যন্ত্র, যেটায় চড়ে ভ্রমণ করা যায় সময়ের পিঠে চড়ে, যাওয়া যায় যেমন নিকট বা দূর ভবিষ্যতে, তেমনই যাওয়া যায় সুদূর এমনকি প্রাগৈতিহাসিক অতীতে। কিন্তু চূড়ান্ত যে-কৌতূহলে তিনি করলেন এই আবিষ্কার, সময়ের মাঝে ভ্রমণ করে তাঁর আনন্দ বজায় থাকল কি?
এইচ.জি.ওয়েলস-এর ‘টাইম মেশিন’ বিশ্বসাহিত্যের আরেক ‘মাদার স্টোরি’, যেটাকে কেন্দ্র করে কালে-কালে রচিত হয়েছে এমন ধরনের আরও অসংখ্য কাহিনি। অনেক সমালোচকের মতে, ‘টাইম মেশিন’ সর্বকালের সর্বশ্রেষ্ঠ কল্পবিজ্ঞান উপন্যাস, কারণ, কল্পনার দৌড় নাকি এটার চেয়ে বেশি আর হতে পারে না। বিখ্যাত অনুবাদক, বাংলাদেশের অনুবাদসাহিত্যের গৌরব, খসরু চৌধুরী বলেছেন, ‘এই বইটা অনুবাদ করতে-করতে আগ্রহে, বিস্ময়ে আমি চলে গিয়েছিলাম যেন সম্পূর্ণ এক ঘোরের মধ্যে। বইটা পড়লে পাঠকগণেরও হবে একই অবস্থা, হবেন তাঁরা মন্ত্রমুগ্ধ, বিস্ময়ে অভিভূত।’
বি:দ্র: টাইম মেশিন বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.