অন্তর মম বিকশিত করো
লেখক পরিচিতি : জিয়াউল হক
কৃষ্টি-কালচার আর কুষ্টা’র (পাট) জন্য বিখ্যাত কুষ্টিয়ার সন্তান জিয়াউল হক । জন্ম ১৪ ফেব্রুয়ারি, ১৯৬০ করাচিতে। তৎকালিন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত পিতার কর্মস্থল। করাচিতেই কেটেছে শৈশব, কৈশোর আর তারুণ্যের দিনগুলি। স্বাধীনতার পর ১৯৭৪ সালে বাংলাদেশে কুষ্টিয়া- জেলার দৌলতপুরের ফিলিপনগর প্রত্যাবর্তন ।
মেন্টাল হেলথ নার্সিং, মেন্টাল হেলথ, ডিমেনশিয়া ম্যানেজমেন্ট ও সাইকিয়াট্রিক রিহাবিলিটেশন-এ পড়াশুনা করেছেন। ইংল্যান্ডেই প্রায় দেড় দশক একটি বেসরকারি মেন্টাল হসপিটালের ডেপুটি ম্যানেজার এবং ক্লিনিকাল লিড হিসেবে কাজ করেছেন।
এ পর্যন্ত তার পঁয়ত্রিশটি গ্রন্থ/গবেষণাগ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে মন ও মানসিক স্বাস্থ্য, সিজদাহর বিজ্ঞান, ডিমেনশিয়া, বই খাতা কলম, একুশ শতকের চ্যালেঞ্জ ও যুবমানস, মুসলিম এ নেশন অব দ্যা বুক: আলোর ফেরিওয়ালা, ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত, মানব সম্পদ উন্নয়নে আল কুরআন, ব্রিটেনে মুসলিম শাসন, বাংলাদেশের শিক্ষানীতি ও শিক্ষাব্যবস্থা, ইসলাম : সভ্যতার শেষ ঠিকানা, ইসলামি শাসন ব্যবস্থা : মৌলিক দর্শন ও শর্তাবলী, ইতিহাসের দর্পণে ১, বিদায় বন্ধু দেখা হবে জান্নাতে, টাইন নদীর ওপার থেকে, মহাকালের শপথ, আবার কখনও যদি, ধরণির পথে পথে, ধরণির পথে প্রান্তে, জ্ঞান বিপ্লবের ধারা, অন্তর মম বিকশিত করো, এগুলো অন্যতম। এ ছাড়া ধর্ম ও সমাজ রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ে দেশ-বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় তিন শতাধিক ফিচার, প্রবন্ধ ও কলাম লিখেছেন।
বর্তমানে ইংল্যান্ডেই থিতু হয়েছেন। লেখালেখির পাশাপাশি একাডেমি টুয়েন্টি ওয়ান ( Academy 21) নামে একটি মানসিক স্বাস্থ্যসেবা গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
বি:দ্র: অন্তর মম বিকশিত করো বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.