তাকবিয়াতুল ঈমান তাওহীদের পয়গাম
বান্দার উপর সর্বপ্রথম ফরয হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আর ঈমানের প্রথম কথাই হলো খাঁটি তাওহীদকে আঁকড়ে ধরা এবং সব ধরনের শিরক পরিহার করা। ছোট-বড় যে কোনও প্রকারের শিরক ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই ঈমানকে পূর্ণ করার জন্য তাওহীদ ও শিরকের পরিচয় জানা এবং তাওহীদকে আঁকড়ে ধরে শিরক পরিহার করার কোনও বিকল্প নেই।
কুরআন-হাদীসে তাওহীদের গুরুত্ব ও ফযীলত এবং শিরকের নিন্দা ও ভয়াবহতা সম্পর্কে বিশদ বিবরণ এসেছে। যুগে যুগে অনেক মনীষী এ বিষয়ে স্বতন্ত্র গ্রন্থও রচনা করেছেন। সেই ধারাবাহিকতার একটি বিখ্যাত গ্রন্থ হলো মুজাহিদে আযম শহীদে মিল্লাত ইমাম শাহ ইসমাঈল দেহলভীর ‘তাকবিয়াতুল ঈমান’।
বি:দ্র: তাকবিয়াতুল ঈমান তাওহীদের পয়গাম বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Tamim –
Masa Allah