কোরআন সুন্নাহর আলোকে মৃত্যু ও তার পরে
ফতি মাহবুবুর রহমান সাহেব (দাঃবাঃ) এর অভিমতঃ— এ জগতে যতগুলো অকাট্য বাস্তবতা রয়েছে,তন্মধ্যে সবচে অকাট্য বাস্তব হচ্ছে মৃত্যু।পৃথিবীর কোন মানব অদ্যাবধি যাকে অস্বীকার করতে পারেনি।কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে,এই মৃত্যু যতখানি বাস্তব,মৃত্যুর ব্যাপারে মানুষের উদাসীনতা একটু বেশিই।তাইতো সমাজে অশ্লীলতা-বেলেল্লাপনা বেড়ে চলছে আশঙ্কাজনক ভাবে।চারিত্রিক এই অধঃপতনের অন্যতম বৃহত্তম কারণ,মৃত্যুর চিন্তা অন্তরে লালন না করা।আখিরাত নিয়ে উদাসীন থাকা।
মৃত্যুর উপর রচিত বহু গ্রন্থের মাঝে,আমার অত্যন্ত প্রিয় ছাত্র মাওলানা আরিফ বিল্লাহ মাদারীপুরী রচিত ‘মৃত্যু ও তার পরে’ গ্রন্থের অনন্য কিছু বৈশিষ্ট্যাবলী রয়েছে।প্রশ্নোত্তর আকারে খুব সহজ ও সাবলীলভাবে সাজানো হয়েছে।আশা করি,পাঠক বক্ষ্যমাণ গ্রন্থটি পড়ে এব্যাপারে যথেষ্ট উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।
গ্রন্থটির লেখককে আল্লাহ তা’আলা অনেক জাযা দান করুন।আমিন।
বি:দ্র: কোরআন সুন্নাহর আলোকে মৃত্যু ও তার পরে বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.