আমিহীন দুনিয়া
এ বইতে লেখক তার সরল ও সহজ আবেগ-অনুভূতি মিশিয়ে দ্বীনের প্রতি তার ভালোবাসার কথা লিখেছেন এবং মানুষের ভেতর সে ভালোবাসার আলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দ্বীনি পথনির্দেশের বাস্তবতা তুলে ধরেছেন, তার যৌক্তিকতা আলোচনা করেছেন। মানুষের চাহিদার প্রতিদ্বন্দ্বিতা, ভুল ও তার পরিণাম সম্বন্ধে আলোকপাত করেছেন। দ্বন্দ্বমুখর পৃথিবীর শান্ত-সুবোধ হওয়ার আশা রেখেছেন লেখক।
ক্ষণস্থায়ী দুনিয়াবি জীবনের সুখ ও স্বপ্নের অসারতা এবং সমাপ্তিমুক্ত আখেরাতের জীবনের আশঙ্কা ও বাস্তবতা নিয়ে লেখক উপদেশ দিয়েছেন। ব্যাপ্ত-বিস্তৃত চিরন্তন আখেরাতের জন্য প্রস্তুতি নিতে, দ্বীনের পথে চলতে গিয়ে কোনো হতাশা ও স্বপ্নভঙ্গের বেদনাকে মনে প্রশ্রয় না দিতে উৎসাহিত করেছেন। অবৈধ প্রেম-ভালোবাসায় জড়িয়ে সর্বহারা না হতে ও আত্মহত্যার পথ বেছে না নিতে উদ্বুদ্ধ করেছেন।
বি:দ্র: আমিহীন দুনিয়া বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Samayon islam –
I have muslim
My git allah