স্বপ্নের ব্যাখ্যা
স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যে ইসলামে একটি অনুমোদিত কাজ, তা কেউই অস্বীকার করতে পারে না। কেননা, স্বয়ং নবি (সা.) তাঁর নিজের এবং সাহাবিদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। উপরন্তু আমরা জানি, অতীতের অনেক নির্ভরযোগ্য মুসলিম আলিম স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। তবে, জ্ঞানের অন্যান্য সকল শাখার মতো স্বপ্ন ব্যাখ্যার মূলনীতিগুলোও হতে হবে নবি (সা.)-এর নির্দেশনা অনুযায়ী। কারও ব্যক্তিগত খেয়াল-খুশির অনুবর্তী হতে পারবে না। সেই কারণে আমি হাদিসের প্রধান প্রধান গ্রন্থসমূহ যেমন: সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু দারিমি, সুনানু ইবন মাজাহ এবং মুসনাদু আহমাদ থেকে স্বপ্নের ওপর নির্ভরযোগ্য বর্ণনাসমূহকে একত্রিত করার প্রয়াস চালিয়েছি। স্বপ্নের ওপর প্রায় পাঁচশ হাদিস থেকে আমি জ্ঞানের এই শাখার ইসলামি মূলনীতিগুলোকে বের করে আনার চেষ্টা করেছি। পাশাপাশি সহজে খুজে পাওয়ার জন্য এ গুলোকে বিষয়বস্তু অনুযায়ী সাজিয়েছি।
আমি আশা করি, এই বইয়ের বিষয়বস্তু স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে এবং মুসলিমদের মধ্যে এ বিষয়ে জাল ও অনির্ভরযোগ্য বইয়ের যে ব্যাপক ছড়াছড়ি, সেগুলোর একটি বিকল্প স্বীকৃত উৎসে পরিণত হবে।
~ ড. বিলাল ফিলিপস
বি:দ্র: স্বপ্নের ব্যাখ্যা বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.