নবীদের ওয়ারিশ
জ্ঞানের ইতিহাস সূচিত হয়েছে মানবজাতি সৃষ্টির শুরু থেকে। যতোটা দীর্ঘ জ্ঞানের ইতিহাস, ঠিক ততোটাই দীর্ঘ জ্ঞান সংরক্ষণের ইতিহাস। নবী-রাসূলগণের মাধ্যমে মহান রব আমাদের মাঝে জ্ঞান পৌঁছে দিয়েছেন। যুগে যুগে জ্ঞানের ধারক-বাহকদের শ্রম-সাধনার মাধ্যমেই মহান রব এই জ্ঞানকে ধরিত্রীর বুকে অক্ষত রেখেছেন। সেইসব জ্ঞানের সাধকদেরকেই হাদীসে বলা হয়েছে নবীদের ওয়ারিশ, নবীদের উত্তরসূরি। কারণ, নবীদের অবর্তমানে তারাই নবীদের আদর্শ জীবিত রাখে। মিথ্যার তিমির আঁধার ছেদ করে তারাই নবীদের বিশুদ্ধ শিক্ষা পৌঁছে দেয় মানুষের দুয়ারে। সাধারণ মানুষ হিসেবে আমাদের জানতে হবে নবীদের প্রকৃত ওয়ারিশ কারা, এই ওয়ারিশ হওয়া কতটা সৌভাগ্যের, জ্ঞানের পথের পথিকদের জন্য কী পুরষ্কার রয়েছে, কেমন হবে নতুন পথিকদের পথ ও পাথেয়। আর এসব প্রশ্নের উত্তর নিয়েই ইমাম ইবনু রজব হাম্বলী (রহ.)-এর ‘নবীদের ওয়ারিশ’ বইটি।
বি:দ্র: নবীদের ওয়ারিশ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.