হিন্দুস্তানে মুসলমান
৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধুবিজয়ের মাধ্যমে ভারত উপমহাদেশে মুসলিম শাসনামলের সূচনা এবং ১২০৬ সালে কুতুবুদ্দিন আইবেকের দিল্লি সালতানাতের গোড়াপত্তনের মাধ্যমে মুসলিম আধিপত্যের বিস্তার; তখন থেকেই উপমহাদেশের ইতহাসচর্চা এক নবজীবনের প্রাণসঞ্চার লাভ করে। আগে থেকেই মুসলিমরা ইতিহাসচর্চাকে ধর্মের পরে স্থান দিত, পক্ষান্তরে হিন্দুরা তাদের ইতিহাস সেভাবে সংরক্ষণ করেনি; তাই ভারতের প্রাচীন সভ্যতা ও ইতিহাস আজও অনেকটাই অজানা। মুসলিমদের সেই যে ইতিহাসচর্চার অব্যাহত ধারা, আজও তা বহাল তবিয়তেই বিদ্যমান। নানান মাত্রা, দিক ও দৃষ্টিকোণ থেকে উঠে আসছে ভারতের ইতিহাস।
নুর আলম খলিল আমিনির স্বতন্ত্র কোনো বই নয় এটি; সময়ে সময়ে বিভিন্ন পত্রিকায় ভারতবিষয়ক যে-সকল প্রবন্ধ তিনি লিখেছেন, তারই সংকলনমাত্র। আল-মুসলিমুনা ফিল-হিন্দ (যার অনুবাদ হিন্দুস্তানে মুসলমান) বইটিতে তিনি অল্পের মধ্যে ভারতের আদি-অন্ত ভরে দিয়েছেন, তুলে এনেছেন ভারতে মুসলিমদের সংকট ও সম্ভাবনা।
বি:দ্র: হিন্দুস্তানে মুসলমান বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.