সংশয় দূর হোক
আগ্রাসনমুখী পাশ্চাত্যের মুখে পৃথিবী যেমন হারিয়েছে তার নিজস্ব চোখ, তেমনি ইসলাম প্রসঙ্গে চৌদ্দশ বছর আগের যে চিত্র; দ্বিধা-সন্দেহ আর শতধা সংশয়কে একপাশে ফেলে রেখে রবের আশ্রয়ে নিজেকে সমর্পণ করে দিয়ে আবদিয়্যাতের যে মর্যাদাপূর্ণ অবস্থান, তাও কেমন ম্লান হয়ে যাচ্ছে। অথচ কুফর-শিরক এবং তাওহিদের মাঝামাঝি তো কোনো অবস্থান নেই। নেই ঈমানের প্রশ্নে সংশয়ের অবকাশ। এতদসত্ত্বেও বস্তুবাদী সভ্যতা চোখে দেখে বিশ্বাসের যে প্রবণতা মানুষের মননে সূক্ষ্মভাবে গেঁথে দিয়েছে, তাতে ইসলামের সামনে অবনত মস্তকে নিজেকে উৎসর্গ করে দেয়ার মৌলিক বিশ্বাসই কেবল বাধাগ্রস্ত হচ্ছেনা, দেখা দিচ্ছে ঈমানের প্রশ্নে মারাত্মক ঝুঁকি। তাই মুমিনের ঈমান রক্ষার চৈতন্য থেকে ‘সংশয় দূর হোক’ চেষ্টা করেছে ইসলামকে সর্বোৎকৃষ্ট প্রমাণের অন্তরায় এমন সব দ্বিধা-সন্দেহ এবং যাপিত সংশয়ের নিরসন। চেষ্টা করেছে আধুনিক বস্তুবাদী সভ্যতা ইসলামের গতিকে যে প্রক্রিয়ায় রোধ করতে চায়, তার প্রতিরোধ। ‘বিজ্ঞান কী বলে’ এ-ই যখন পৃথিবীর সব সত্য-অসত্যের মানদণ্ড, বিজ্ঞানের চোখ দিয়েই সে বুঝিয়ে দিয়েছে ইসলাম সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং সুমহান৷
বি:দ্র: সংশয় দূর হোক বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Ahmed Pavel –
বুক রিভিউ ‘সংশয় দূর হোক’
সংশয় দূর হোক বইটি পড়ার সময় মনে হচ্ছিলো যেন কোন রহস্য উপন্যাস পড়তেছি। ভুল ভাঙলো একটু পরেই। বইটির আলোচ্য প্রতিটি টপিকেই রয়েছে কোন না কোন রহস্য। তাই এটিকে গতানুগতিক কোন বইয়ের মতো মনে হয়নি আমার কাছে বরং ব্যাপক তথ্যবহুল, গবেষণালব্ধ একটি বই মনে হয়েছে। জ্ঞানার্জন করতে বই পড়ার কোন বিকল্প নেই। আর এক মলাটে যদি থাকে এত কিছু তাহলে তো আর কথাই নেই। প্রায় ৫৬টি ভিন্ন ভিন্ন টপিকে চমকপ্রদ সব আলোচনা। লেখকের টপিক নির্বাচনের তারিফ করতে হয়। বইটি পড়ার পর উপলদ্ধি: কতকিছু জানতাম না এতদিন! আলোচনার বিষয়বস্তু একনজর দেখার পর আপনার মনে হতে পারে আরে এগুলোতো কমন বিষয়! এগুলো কেন না জানে? কিন্তু না। আপনি যখন মনোযোগ দিয়ে বইটি পড়া শুরু করবেন তখন ঠিকই বুঝতে পারবেন আসল পার্থক্যটা কোথায়। ছোট ছোট আর্টিকেলে জটিল সব বিষয়বস্তু অসাধারণ ভাবে আলোচনায় লেখকের মুন্সিয়ানা রয়েছে। বইটি পড়ার সময় বুঝতে পারলাম এটি নিছক কোন বই নয়। লেখককে নিশ্চয়ই অনেক গবেষণা করতে হয়েছে। বিখ্যাত সব জার্নাল, রিসার্চ পেপার ও আর্টিকেল থেকে নেয়া হয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা তথ্যগুলো। মজার বিষয় হচ্ছে অবিশ্বাসীদের বিভিন্ন প্রশ্নের ও সংশয়ের জবাব লেখক কুরআন, হাদিস ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন সোর্স থেকে তথ্য ব্যবহার করে দক্ষতার সাথে দিয়েছেন। এই বিষয়টি বেশ ভালো লেগেছে। আমি আগ্রহী পাঠককে বলবো বইটি পড়ার পর হতাশ হবেন না ইনশাআল্লাহ। আর বইটির কাগজের মান ভালো এবং বাইন্ডিং একদম পারফেক্ট।
Ahmed Pavel –
চমৎকার বই