রাসুল সা.-এর ২৪ ঘণ্টার আমল
আমাদের জীবনকে সুন্নাতি রঙে রাঙাতে হলে জানতে হবে নবিজি সা.-এর জীবনকে, নবিজির পছন্দ-অপছন্দকে, নবিজির চরিত্রকে। জানতে হবে নবিজি কীভাবে অজু করতেন, কীভাবে নামাজ পড়তেন, নামাজের ক্ষেত্রে কোথায় কোন আমলকে প্রাধান্য দিতেন।
নবিজির ২৪ ঘণ্টা কীভাবে কাটত? একদিনের সমষ্টি ২৪ ঘণ্টায় নবিজি কী কী আমল করতেন, নামাজ, রোজা, পাক-নাপাক, অজু-গোসল, হজ, জাকাত, কুরবানি-সহ ঈদ উদযাপন এবং তৎসংশ্লিষ্ট বিষয়গুলো জানার মাধ্যমেই সম্ভব নবিজির মতো করে নিজ জীবন পরিচালনা করা।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ছিল কুরআনি সজ্জায় সজ্জিত। কুরআন ও হাদিসের সেই জীবনকেই তুলে ধরা হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। বইটিতে আলোচিত হয়েছে মুমিনজীবনের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ নানান বিষয়।
মুআমালাত, মুআশারাত অধ্যায়ে জায়গা করে নিয়েছে—মিরাস, অসিয়ত, ফিদয়াহ, বিবাহ; উস্তাদের আদব, পিতা-মাতার আদব ও নানান আদব। এ ছাড়াও আলোচনা হয়েছে সন্তান লালন-পালন প্রক্রিয়া। সবশেষে আলোচিত হয়েছে মুমিনের সকাল-সন্ধ্যার দুআ ও মোনাজাত।
মোটকথা, বইটি একজন মুমিনের ২৪ ঘন্টা পরিচালনার ক্ষেত্রে অনন্য সহযোগী হিসেবে ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
বি:দ্র: রাসুল সা.-এর ২৪ ঘণ্টার আমল বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.