শিশুদের নবী
আবদুল আযীয আল আমান। বাংলা সিরাত-সাহিত্যের কিংবদন্তী লেখক। নজরুল-উত্তর শ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক। সিরাত বিষয়ে যতটুকু যা লিখেছেন, তা কালের অক্ষরে মুদ্রিত হয়ে গেছে স্থায়ীরূপে। ‘শিশুদের নবী’ সেই আমানেরই সেইসব সোনাঝরা রচনার উল্লেখযোগ্য এক কর্মযজ্ঞ। যুক্তবর্ণহীন এই রচনা শিশুদের কাছে এতই সমাদৃত, তা আর বলার অপেক্ষা রাখে না। বইটি কয়েক যুগ আগে প্রকাশিত হওয়ার পরও বাংলাদেশের শিশুরা এর সৌরভ থেকে বঞ্চিত ছিল এত দিন। অবশেষে এক সুদীর্ঘ বিরতীর পর হলেও বাংলা ভাষায় এই মহান সিরাতটি পুনর্প্রকাশ করছে দারুল ইলম। চার রঙে রঙিন এই সিরাতটি আশা করছি, আমাদের শিশুদের সিরাতের আলোয় আলোকিত করে তুলবে।
বি:দ্র: শিশুদের নবী বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.