বোকাদের গল্প
বুদ্ধিমান ব্যক্তিরা যখন বোকা ও ভবঘুরেদের গল্প-কাহিনি শ্রবণ করবে, তখন তারা নিজেদের জন্য আল্লাহপ্রদত্ত বিবেক-বুদ্ধি ও মেধার মূল্যায়ন করতে পারবে, যে বিবেক-বুদ্ধি থেকে নির্বোধদের বঞ্চিত রাখা হয়েছে। ফলে আল্লাহপ্রদত্ত এ নেয়ামতের ওপর তারা কৃতজ্ঞতা আদায় করতে উদ্বুদ্ধ হবে। অমনোযোগী ও বোকাদের আলোচনা একজন সচেতন মানুষকে অমনোযোগিতার উপকরণসমূহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সহায়তা করে, যখন এ অমনোযোগিতা দূর করা নিজের ইচ্ছা, শক্তি ও সাধ্যের ভেতরে হয়। সচেতন মানুষ যখন ত্রুটিপূর্ণ নির্বোধ ব্যক্তিরে প্রতি তাকাবে তখন তারা বুঝতে পারবে যে, আল্লাহ আমাদের প্রতি অনেক বেশি অনুগ্রহ করেছেন এবং এতে তারা নিজেদের বুদ্ধি আছে বলে আত্মপ্রশান্তি ও আনন্দ অনুভব করবে। কেননা সাধারণ অবস্থায় মানবাত্মা দুঃখ-যাতনায় অস্থির হয়ে পড়ে, আবার উত্তম ও ভালো কিছুর অর্জনে প্রশান্তি ও আনন্দ বোধ করে।
বি:দ্র: বোকাদের গল্প বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
Reviews
There are no reviews yet.