নবীজির সা: পদাঙ্ক অনুসরণ
নবীজির সা: পদাঙ্ক অনুসরণ যারা আল্লাহ্কে হেফাজত করে, আল্লাহ্ তাদেরকে আরেকটি বিস্ময়কর উপায়ে হেফাজত করেন। যেসব জন্তু-জানোয়ার সাধারণত ক্ষতিকর, আল্লাহ সেসবকে তাদের সুরক্ষা ও সাহায্যের কাজে নিয়োগ করে দেন।
এমনটিই ঘটেছিলো নবীজির ﷺ আযাদকৃত দাস সাফিনার (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) সাথে। তাঁর নৌকা ডুবে যায় আর তিনি এক দ্বীপে ভেসে আসেন। সেখানে তিনি এক সিংহ দেখে বলেন, “এই আবুল হারিস, আমি সাফিনাহ। রাসূলুল্লাহ ﷺ-এর আযাদকৃত দাস।” সিংহটি তাঁর সাথে সাথে হাঁটলো এবং পথ দেখিয়ে নিয়ে চললো। তারপর বিদায় জানানোর মতো করে গরগর শব্দ করে চলে গেলো। (আবু নুয়াইম, খণ্ড ১, পৃষ্ঠা ৩৬৯; তাবারানি, আল-কাবির, ৬৪৩২, হাকিম, ৬৫৫০; তিনি একে সহীহ বলেছেন, ইমাম যাহাবিও একমত হয়েছেন)
আবু ইবরাহীম আস-সাইহ এক মঠের কাছাকাছি জায়গায় অসুস্থ হয়ে পড়লেন। তিনি বললেন, “আমি যদি মঠটির দরজাটা পর্যন্তও যেতে পারতাম, তাহলে সন্ন্যাসীরা বেরিয়ে এসে আমার সেবা করতে পারতো।” এক সিংহ বেরিয়ে এসে তাঁকে পিঠে করে বয়ে নিয়ে মঠের দরজায় রেখে আসে। প্রায় চারশজন সন্ন্যাসী তাঁকে দেখে বেরিয়ে আসেন এবং তাঁর হাতে ইসলাম কবুল করেন। (যাহাবি, সিয়ার, খণ্ড ১১, পৃষ্ঠা ২২৮-২২৯; তিনি একে মুনকার বলেছেন)
একবার ইবরাহীম বিন আদহাম একটি বাগানে ঘুমিয়ে পড়েন। তাঁর পাশেই একটি সরীসৃপ ছিলো, যার মুখে ড্যাফোডিলের একটি চক্র ছিলো। তিনি জেগে ওঠা পর্যন্ত এটি তাঁকে পাহারা দিলো।
অতএব, বোঝা গেলো যে কেউ আল্লাহকে হেফাজত করে, আল্লাহ তাকে হিংস্র প্রাণী থেকে হেফাজত করেন। উল্টো সেগুলোকে সেই বান্দার উপকারে লাগিয়ে দেন। আর যারা আল্লাহকে অবহেলা করে, আল্লাহও তাদেরকে অবহেলা করেন। এমনকি যেসব জিনিস থেকে মানুষ উপকার আশা করে, সেগুলোও তার ক্ষতি করে বসে। যেমন পরিবারের সবচেয়ে কাছের লোক বা অন্য কোনো প্রিয় মানুষ।
একজন সালাফ বলেছেন, “আমি যখন আল্লাহ্র অবাধ্যতা করি, আমার চাকর ও পোষা গাধার আচার-আচরণেও এর প্রভাব দেখতে পাই।” (আবু নুয়াইম, খণ্ড ৮, পৃষ্ঠা ১০৯-এ ফুদাইল ইবনু ইয়্যাদ থেকে উদ্ধৃত)
অর্থাৎ, তাঁর চাকর অগোছালো কাজ করে আর তাঁর অবাধ্য হয়, এবং তাঁর গাধা তাঁকে বহন করতে অনিচ্ছুক হয়ে পড়ে।
সকল কল্যাণ রয়েছে আল্লাহকে মানা ও তাঁর দিকে মুখ ফেরানোর মধ্যে। আর সব অকল্যাণ রয়েছে আল্লাহ্র অবাধ্যতা করা ও তাঁর থেকে মুখ ফিরিয়ে নেয়ার মধ্যে।
একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, “যে কেউ তার মনিবের দুয়ার পরিত্যাগ করে, সে কখনওই জমিনে দৃঢ়ভাবে পা রাখতে পারে না।”
তাঁদের একজন এই কবিতা লিখেছেন,
“আল্লাহ্র কসম! যতবার তোমার দুয়ারে এসেছি,
দূরের পথ নিজেকে দিয়েছে সংক্ষেপ করে।
যখন তোমার দুয়ার ত্যাগের বাসনা করেছি,
কাপড়েতে পা বেঁধে জমিনে গিয়েছি পড়ে।
আল্লাহ্র দোহাই! ক্ষমা করো, ভুলে যাও, পেতে দাও,
আমার অবস্থা তোমার নিজের চোখ দিয়ে দেখে নাও।”
বি:দ্র: নবীজির সা: পদাঙ্ক অনুসরণ বইটি free pdf download করিতে চাহিয়া লেখকদের নিরুৎসাহিত করিবেন না
আব্দুল্লাহআলনাছ্বিফ –
জাযাকাল্লাহু খয়রন